আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রতি বছরের মতো এবারও জাগরণ বাংলাদেশ আইটি (Jagoron Bangladesh IT- JBD IT) তাদের আইটি পক্ষ থেকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ভাষার জন্য জীবন দিয়ে যারা সংগ্রাম করেছিলেন। এদের মধ্যে অনেকে শহীদ হয়েছিলেন। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ ফেব্রুয়ারীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/আমি কি ভুলিতে পারি—-” এই গান গাইতে গাইতে সকলে খালি পায়ে অফিসের সামনে হতে ব্যানার, ফুল ও পুষ্পস্তবক নিয়ে অগ্রসর হন। একুশ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে অর্থাৎ প্রায় রাত ১২টা ১৫ মিনিটে রাজশাহী কলেজ সংলগ্ন শহীদ মিনারে এই পুষ্পস্তবক অর্পন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জাগরণ বাংলাদেশ আইটি (Jagoron Bangladesh IT- JBD IT)-এর সম্মানিত প্রধান নির্বাহী অফিসার (সি.ই.ও.) বিক্রম রাজ-সহ প্রতিষ্ঠানের আরো অন্যান্য শুভানুধ্যায়ী।