23
Jul
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
in Events
Comments
বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার উৎপাত বাড়ে এবং এ সময় এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ে রোগীর সংখ্যা। তাই ডেঙ্গুকে প্রতিরোধ করতে প্রথমেই প্রয়োজন সচেতনতা। সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর ভয়ানক প্রোকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়-
১. বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব কিংবা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন এবং ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত তিন বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম রাখতে পারেন সঙ্গে।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করতে পারেন।
৬. যেখানে সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অন্যদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির পাশাপাশি ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে।
ডেঙ্গু সম্পর্কিত জরুরি তথ্য, পরামর্শি এবং স্বাস্থ্য সহায়তা পেতে ফ্রি কল করুন 333 নম্বরে।
সচেতন থাকি, জীবন বাঁচাই।