নাটোর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে এক মনোরোম পরিবেশে ইতিহাস খ্যাত দিঘাপতিয রাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্হিত । নাটোরের রানী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগণা উপহার দেন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০ এর মাধ্যমে জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান । ১৯৬৬ সালে তৎকালীন পূবর্ পাকিস্হান সরকারের নিয়ন্ত্রনে আসে এবং সংস্কার হয়ে এর নাম হয় গভর্নর হাউস । দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দিঘাপতিয়া গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন হিসেবে পরিচিত ।SEE FULL SITE
02/09/2018
Design, Development