প্রফেসর মেজর (অবঃ) মোঃ বজলুল করিম (বিটিএফও), পিতাঃ রফিজ উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলার, দৌলতপুর উপজেলার, ২নং খাস মথুরাপুর ইউনিয়নে একটি কলেজ স্থাপনের স্বপ্ন দেখেন। এলাকার ছেলে-মেয়েরা গরিব মানুষের সন্তান। দূর-দূরান্তে যেয়ে পড়া-শুনার সুযোগ পায় না। এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠিত হলে এলাকাবাসী উপকৃত হবে, এই মানসিকতা বুকে লালন করে, শ্রম মেধা খাটিয়ে তিনি কলেজ প্রতিষ্ঠায় দৃঢ় হাতে হাল ধরেণ। খাস মথুরাপুরের মানুষ ও পার্শ্ববর্তী গ্রামের কিছু কিছু লোকের অক্লান্ত পরিশ্রম ও আর্থিক অনুদানে ১৯৭০ সালে দৌলতপুর উপজেলায় সর্ব প্রথম প্রতিষ্ঠা হয় পিপলস্ কলেজ, খাস মথুরাপুর, কুষ্টিয়া।
কলেজের প্রতিষ্ঠাতা: অধ্যক্ষ মোঃ আবুল কাসেম অক্লান্ত পরিশ্রম করে, কলেজের অনুমোদন পাওয়ার বিষয়ে সচেষ্ট হন। See Full Site
05/03/2016
College, Education