ভটখালী উচ্চ বিদ্যালয়ের পশ্চাতে রয়েছে এর গৌরবময় ইতহিাস ও ঐতিহ্য। স্থানীয় পার্শ্ববর্তী শিক্ষিত ও পন্ডিত ব্যক্তিগণের সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে ওঠে উক্ত ঐতিহ্যবাণী প্রতিষ্ঠানটি। অতঃপর ০১/০১/১৯৭১ খ্রি. বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ০১/০১/১৯৭৩ খ্রি. নিম্ন মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায়। ০১/০৬/১৯৮৫ খ্রি. এমপিএ ভুক্ত হয়। এরপর ০১/০১/১৯৮৭ খ্রি নবম শ্রেণী এবং ০১/০১/১৯৮৮ খ্রি দশম শ্রেনী হিসেবে স্বীকৃতি লাভ করে। মাধ্যমিক বিদ্যালয় ০১/০৯/১৯৮৯ খ্রি এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়টি মানবিক, বিজ্ঞান বিভাগ সহ কৃষি শিক্ষা কম্পিউটার ও উচ্চতর গণিত বিষয় চালু রয়েছে। See Full Size
11/12/2015
Education, School