বাইগাছা উচ্চ বিদ্যালয় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৯৬৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্নের ইতিহাস ছিল অত্যন্ত মানবিক ও ঘটনা বহুল। তৎকালীন পাকিস্তান সরকার আমালে বাইগাছা গ্রামের তথা পাশবর্তী গ্রামের কিছু মহৎ হৃদয় ব্যক্তি উল্লেখ্য মোঃ মেছের আলী মণ্ডল, নূর মোহাম্মদ দেওয়ান, মোঃ নূরুল ইসলাম প্রাং, ইমাজউদ্দিন, তমিজ উদ্দিন, তৈয়ব আলী প্রমুখ এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তাঁরা নিজস্ব জমি, অর্থ এবং কায়িক পরিশ্রম দ্বারা এ বিদ্যালয়ের বুনিয়াদ গড়েন। অত্র এলাকার সকল ব্যক্তি সম্মিলিত ভাবে মুঠি (চাল) উঠানোর মাধ্যমে বিদ্যালয় পরিচালনা শুরু হয়। প্রতিষ্ঠা লগ্নে বিদ্যালয়ে একটি মাটির দেয়ালের ঘর ছিল। বিদ্যালয় পরিচালনা করার জন্য ধর্মসভা পর্যন্ত করা হয়। See Full Size
11/12/2015
Education, School