তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (SSC/HSC)
ICT এর পূর্ণ অর্থ Information and Communication Technology অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যেকোনো প্রকার তথ্যের উৎপত্তি,সংরক্ষণ,প্রক্রিয়াকরণ এবং সঞ্চালন ব্যবহৃত প্রযুক্তিকে ICT বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয়। বর্তমান যুগ আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর যুগ। প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন তথ্য কে কাজে লাগিয়েই মানুষ সৃষ্টি করছে সহজ সুন্দর এ বিশ্বজগৎ। কম্পিউটার নির্ভর তথ্যপ্রযুক্তি বর্তমানে সমাজ জীবনে সর্বক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে এর আসন প্রতিষ্ঠা করে ফেলেছে। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা পদ্ধতির পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তিত শিক্ষা পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তকের আলোকে কম্পিউটার ও আইসিটি বিষয়ক জ্ঞান ভালোভাবে থাকা দরকার। জেবিডি আইটি সর্বদা নতুন নতুন টেকনোলজি ও সর্বশেষ তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। আপনার আইসিটি ক্যারিয়ার ও স্বপ্নকে পূরণ করতে আমরা আছি আপনার পাশে।