Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন

 

গ্রাফিক শব্দটি এসেছে জার্মান শব্দ গ্রাফিক্স থেকে।  গ্রাফিক্স ডিজাইন (Graphics Design ) দুটি শব্দ যার প্রথম শব্দ গ্রাফিক্স। গ্রাফিক্স শব্দটিকে ভাঙ্গলে দুটি শব্দ পাওয়া যায়। একটি হলো গ্রাফ আরেকটি হলো ফিক্স। গ্রাফ মানে রেখা বা চিত্র আর ফিক্স মানে নির্দিষ্ট। গ্রাফিক্স শব্দের অর্থ দাড়ায় নির্দিষ্ট একটি চিত্র আর ডিজাইন অর্থ আকার বা নকশা। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা নিজের ধারণা, শিল্প (art) এবং দক্ষতা (skills) ব্যবহার করে ছবি (pictures), শব্দ (words), পাঠ (text) এবং ধারণার মিশ্রণ (combine) করে একটি আলাদা এবং নতুন ছবি (picture) তৈরি করি।

 

গ্রাফিক্স ডিজাইন  কোর্স 

 

গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) কোর্স  করা থাকলে আপনি যেকোন ধরনের সরকারি ও বেসরকারি চাকুরি করতে পারবেন, এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের কাজ যেমন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে অনলাইনে টাকা আয় করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন কোর্স শিখিয়ে আপনি নিজেও আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, যা আপনাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে।

গ্রাফিক্স ডিজাইন কোর্সের সুবিধা সমূহ

 

বর্তমান ডিজিটাল যুগে গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) অবশ্যই অতি আকর্ষণীয় একটি পেশা। প্রায় সকল ক্ষেত্রেই গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার দেখা যায়। এখন আমাদের চারপাশে এমন কোন ক্ষেত্র নাই যেখানে গ্রাফিক্স ডিজাইন এর প্রয়োজন দেখা যায়না। কাজেই গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা কি পরিমাণ বেড়েছে এবং এটা যে এখন পর্যন্ত বেড়েই চলেছে সেটা নিয়ে কোন সন্দেহ নেই। বিভিন্ন ধরণের ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া, কর্পোরেট রিপোর্টস, জার্নাল, মার্কেটিং, সংবাদপত্র এবং বিভিন্ন আইটি প্রতিষ্ঠানগুলোতে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা, মূল্যায়ন ও বাজারদর এখন প্রায় আকাশছোঁয়া।

 

ফ্রীল্যান্সার মার্কেটপ্লেস গুলোতেও গ্রাফিক্স ডিজাইনের চাহিদা

 

এছাড়াও ফ্রীল্যান্সার মার্কেটপ্লেস গুলোতেও গ্রাফিক্স ডিজাইনের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিদিন শত শত কোম্পানি বা ক্লায়েন্ট গ্রাফিক্সের কাজ এর জন্য দক্ষ ডিজাইনারের সন্ধান করছে এবং এইসব দক্ষ গ্রাফিক্স ডিজাইনারদেরকে অনেক ভাল স্যালারি দিয়ে হায়ার করে নিচ্ছে। কোটি কোটি ডলারের এই বাজারে ইতোমধ্যেই বাংলাদেশের ডিজাইনারা সুনাম অর্জন করেছে। বিভিন্ন ফ্রীল্যান্সিং ওয়েবসাইট গুলো থেকে প্রাপ্ত তথ্য আনুযায়ী সামনের দিন গুলোতে এই মার্কেটপ্লেস গুলো আরও অনেক বেশী প্রতিষ্ঠিত হবে এবং অর্থ উপার্জন এর সম্ভাবনাও বাড়বে।

 

গ্রাফিক্স ডিজাইন কোর্সের বৈশিষ্ট্য সমূহ:

 

  • গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়।
  • সিলেবাস ভিত্তিক ক্লাস গ্রহণ ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
  • প্রতিটি ক্লাসে কম্পিউটার নিয়ে প্র্যাকটিস করার সুযোগ।
  • নিজেদের স্কিল ডেভেলপমেন্ট হয়।
  • অনলাইন ও অফলাইনে দুই ধরনের ক্লাসের সুযোগ রয়েছে।
  • মাস্টার ট্রেইনার দ্বারা পরিচালিত ও ২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট।
  • সার্টিফিকেট দেওয়া হয়।
  • সরকারি ও বেসরকারি দাপ্তরিক চাকুরী পাওয়া যায়।
  • আত্মকর্মসংস্থান সৃষ্টি হয় ও নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
  • ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করা যায়।
  • ইন্টার্ণশিপ করার সুযোগ পাওয়া যায়।
  • কম্পিউটার ও ওয়াইফাই সুবিধা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।

গ্রাফিক্স ডিজাইন কোর্স ফি

  • অফলাইন কোর্স
    • ৯০০০ Monthly
      • অফিসে বসে কোর্স করতে পারবেন।
      • কম্পিউটার এবং ওয়াইফাই সুবিধা
      • মাস্টার ট্রেইনার দ্বারা পরিচালিত
      • শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম

    • রেজিস্ট্রেশন করুন

কোর্স পরবর্তী সুবিধা সমূহ

বিশেষ সুবিধা সমূহ :

 

  • গ্রাফিক্স ডিজাইন কোর্স শেষে ফ্রি ১ মাস ফ্রিল্যান্সিং কোর্স করানো হবে।
  • ফ্রিল্যান্সিং এর প্রধান বিষয় গুলো সম্পর্কে ধারনা দেয়া হবে।
  • সর্বনিম্ন রেভিনিউ জেনারেট করা শেখানো হবে।
  • থাকছে সস্পূর্ন গাইড লাইন।
  • দক্ষতা অনুযায়ী চাকুরীর সুবিধা।
  • অনলাইন সাপোর্ট।

আমাদের ক্লাস সমূহ

কোর্স সম্পর্কে প্রশ্ন ও উত্তর

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন হলো একটি চিত্রভিত্তিক যোগাযোগ পদ্ধতি, যেখানে টেক্সট, রঙ, আকৃতি ও ছবি ব্যবহার করে তথ্য উপস্থাপন করা হয়। এর মাধ্যমে পোস্টার, লোগো, ব্যানার, প্যাকেজিং, সোশ্যাল মিডিয়া কনটেন্টসহ বিভিন্ন ডিজিটাল ও প্রিন্ট মিডিয়াতে ভিজ্যুয়াল মেসেজ তৈরি করা হয়। এটি একটি সৃজনশীল ও চাহিদাসম্পন্ন পেশা, যা ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গ্রাফিক্স ডিজাইন কোর্সে কি কি প্রোগ্রাম শিখতে পারবো?

এই কোর্সে আপনি নিম্নলিখিত জনপ্রিয় সফটওয়্যারগুলোতে দক্ষতা অর্জন করবেন:

  • Adobe Photoshop
  • Adobe Illustrator
  • Adobe InDesign

এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি লোগো ডিজাইন, ব্যানার, পোস্টার, ব্রোশার, সোশ্যাল মিডিয়া কনটেন্টসহ বিভিন্ন প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবেন।

এই কোর্স করে সার্টিফিকেট কি পাওয়া যাবে?

হ্যাঁ, কোর্স শেষে আপনি ৩ বা ৬ মাস মেয়াদী একটি বেসরকারি সার্টিফিকেট পাবেন, যা চাকরি বা ফ্রিল্যান্সিংয়ে আপনার দক্ষতার প্রমাণ হিসেবে কাজ করবে।

গ্রাফিক্স ডিজাইন শিখে কি চাকুরির আবেদন করতে পারব?

গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, আইটি কোম্পানি, সংবাদপত্র, ম্যাগাজিন, বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সুযোগ পাবেন। এছাড়াও, নিজে উদ্যোক্তা হয়ে ডিজাইন সার্ভিস প্রদান করতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন কি কি কাজে ব্যবহার করা যায় ?

গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে ভিজ্যুয়াল উপস্থাপনা প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হলো:

  • লোগো ও ব্র্যান্ডিং ডিজাইন: একটি প্রতিষ্ঠানের পরিচয় গড়ে তুলতে লোগো ও ব্র্যান্ড উপাদান তৈরি।
  • ব্যানার, পোস্টার ও ফ্লায়ার ডিজাইন: প্রচারণা ও বিজ্ঞাপনের জন্য।
  • সোশ্যাল মিডিয়া কনটেন্ট: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদির জন্য আকর্ষণীয় গ্রাফিক্স।
  • প্যাকেজিং ডিজাইন: পণ্যের মোড়ক ও লেবেল তৈরি।
  • বই ও ম্যাগাজিন ডিজাইন: কভার পেজ, লে-আউট ও টাইপোগ্রাফি।
  • ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন: ইউজার ইন্টারফেস (UI) ও ইউজার এক্সপেরিয়েন্স (UX) ডিজাইন।
  • প্রেজেন্টেশন ও ইনফোগ্রাফিক: তথ্যকে ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করার জন্য।

এই সবকিছুই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আরও আকর্ষণীয়, প্রভাবশালী ও পেশাদারভাবে উপস্থাপন করা যায়।

অনলাইনের মাধ্যমে কি এই কোর্স করতে পারব?

হ্যাঁ, আপনি অনলাইনের মাধ্যমে এই কোর্সটি করতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসে লাইভ সেশন, রেকর্ডেড ভিডিও, প্র্যাকটিস ফাইল এবং ২৪/৭ সাপোর্ট প্রদান করা হয়।

কোর্সের পেমেন্ট কিভাবে পরিশোধ করব?

পেমেন্ট আপনি সরাসরি অফিসে এসে বা অনলাইনের মাধ্যমে করতে পারেন। অনলাইনে পেমেন্টের জন্য বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফার ব্যবহার করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন কোর্স শিখতে কি কি লাগে ?

আপনার বাসায় কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকলে অনলাইনে কোর্স করতে পারবেন। তবে, যদি না থাকে, তাহলে আপনি আমাদের অফিসে এসে ক্লাস করতে পারবেন, যেখানে কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা রয়েছে।