আগে অ্যাপ তৈরী করা অনেক কঠিন এবং সময়সাপেক্ষ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এখন আর অ্যাপ বানাতে জটিল সব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে কোড করতে হয় না। অ্যাপ বানানোর জটিল সব সমস্যার সহজ সমাধান দিতেই তৈরী করা হয়েছে নানান রকমের ফ্রেমওয়ার্ক। এসব ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে কঠিন কোন ল্যাংগুয়েজ বুঝতে হয় না। কেবল ওয়েব ভিত্তিক ল্যাংগুয়েজ যেমন : জাভা, HTML, CSS এসব জানা থাকলেই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করা যায়। অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কগুলো মূলত একটি প্ল্যাটফর্ম দেয় এবং এমন একটি পরিবেশ প্রদান করে যেটি অ্যাপ তৈরী করার জন্য খুবই অনুকূল। এর মধ্যে বিভিন্ন লাইব্রেরী টুলস, ডিবাগার ছাড়াও থাকে নানান রকমের সুবিধাজনক ইন্টারফেস। এ ইন্টারফেসগুলো পুনরায় ব্যবহার্য। অর্থাৎ, নতুন অ্যাপ তৈরীর সময় প্রতিবার আমরা এসব ইন্টারফেস ব্যবহার করতে পারি।
অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স
বর্তমানে সকল প্রকার সরকারি ও বেসরকারি দপ্তর গুলোতে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা প্রার্থীদের চাহিদা ও মান অনেক বেশি। তাই আমরা সব সময়ই বলি একটি ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা এর গুরুত্ব অনেক রয়েছে। অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স ৬ ও ৩ মাস মেয়াদী হয়। অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স করা থাকলে আপনি যেকোন ধরনের সরকারি ও বেসরকারি চাকুরি করতে পারবেন এছাড়াও ইন্টারনেট কোর্স শেখা থাকলে আপনারা বিভিন্ন কাজে যেমন ফ্রিল্যান্সিং বা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট থেকে অনলাইনে টাকা আয় করতে পারবেন। অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স শিখিয়ে আপনি নিজেও আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন যা আপনাকে উদ্যোক্তা হিসেবে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে।