অডিও অ্যান্ড ভিডিও এডিটিং
অডিও অ্যান্ড ভিডিও এডিটিং (Audio & Video Editing) একটি ক্রিয়েটিভ স্কিল, কোন ভিডিও কে গল্প এবং অনুভূতিতে রূপান্তরিত করার পদ্ধতি। সহজ কথায়, ভিডিও এডিটিং হচ্ছে গল্পের প্রয়োজনে ধারণ করা ভিডিও ফুটেজ সম্পাদন করে পূর্ণাঙ্গ গল্পে পরিণত করা। আমরা মুভিতে যে দৃশ্য গুলো দেখি সেগুলো আসলে ভিডিও এডিটিং এর পরের ফাইনাল কাট। ভিডিও এডিট করার স্কিল থাকলে আমরা কর্পোরেট জব থেকে শুরু করে ফ্রিল্যান্সিং সব পর্যায়েই প্রায় কাজ করতে পারবো।
আজকাল ইউটিউব অনেক পপুলার একটি অনলাইন ইনকাম সোর্স। আপনার ভিডিও এডিটিং স্কিল কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং একটি এভারগ্রীন স্কিল সেক্টর। এখানে কাজ শিখে আপনাকে বসে থাকতে হবে না। প্রতি মাসে ভিডিও এডিটিং করে অনেক ভালো মানের একটি ইনকাম জেনারেট করতে পারবেন।