ই-কমার্স ও ই-শপ
ই-কমার্স বা ই-শপ (E-Commerce & E-shop) হচ্ছে অনলাইন ভিত্তিক একটি মার্কেটপ্লেস।এখানে আপনার ওয়েবসাইট অনলাইন স্টোর থাকবে, কাস্টমাররা অনলাইনে ওয়েবসাইটে পণ্য অর্ডার করবে এবং ওয়েবসাইটের মালিক সে পণ্য কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এই মূহুর্তে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ব্যবসা হচ্ছে ই-কমার্স অর্থাৎ অনলাইনের মাধ্যমে কেনাবেচা। অনেকেই হয়তো শপিংমলে যেয়ে শপিং করার সুযোগ না পেলেও গ্রাহকরা নিজের পছন্দমতো প্রয়োজনীয় পণ্যের অর্ডার করছে, বাসায় বসে থেকেই ডেলিভারি পাচ্ছে। ইচ্ছে হলে পরবর্তীতে পণ্যটি ফেরত দেওয়ার কিংবা বদলানোর সুযোগও থাকে। আমাদের দেশে এখন অনেকগুলো ই-কমার্সের ব্যবসা রয়েছে।