নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়টি ১৫/১১/১৯৯৪ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার উপজেলার ৫ নং রামকৃষ্ণ পুর ইউনিয়নের ভাগযোত গ্রামে অবস্থিত। অত্র রামকৃষ্ণ পুর ইউনিয়নের প্রায় অধিকংশ ভূ-খন্ড পদ্মা নদী ভাঙ্গনে নদী গর্ভে যখন বিলিন হয়ে যায়, তখন নদী ভাঙ্গন এলাকার অনেক অধিবাসী এই ভাগাযোত গ্রামে বসতি স্থাপন করে। বিপুল সংখ্যক জনগনের প্রানের চাহিদা একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন। ফলশ্রুতিতে অত্র বিদ্যালয় সংলগ্ন ৯ (নয়) টি গ্রামের সমন্বয়ে বিদ্যালয় স্থাপনে পরিকল্পনা করা হয় এবং অত্র এলাকার সমস্ত জনগনের সার্বিক সহযোগিতায় ১৫-১১-১৯৯৪ ইং তারিখ নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। See Full Site