Bulk SMS হলো এক প্রকার অনলাইন ভিত্তিক এসএমএস (মেসেজিং) সেবা। যার দ্বারা ইন্টারনেট এর মাধ্যমে সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করে অথবা সফটওয়্যার ব্যবহার করে বাংলাদেশের যে কোন মোবাইল নম্বরে, যে কোন নাম (মেসেজ সেন্ডার হিসেবে) ব্যবহার করে মেসেজ পাঠানো যায়। অর্থাৎ, এর বিশেষ সুবিধা হল এই যে, এর মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট নাম্বার বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন।
বর্তমানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় SMS Marketing এর মাধ্যমে গ্রাহকদের কাছে খুব সহজে পৌছানো যায়। ইউরোপ ও আমেরিকার দেশ গুলোতে SMS Marketing ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।