দামনাশ মহাবিদ্যালয় বাগমারা উপজেলার একটি আলোকজ্জল শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মেধা, মনন সহনশীলতা, নেতৃত্ব, সৃজনশীলতা, শৃংখলা, মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ এবং দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক ও নৈতিক গুনাবলীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও অঙ্গীকার। কেবলমাত্র GPA – 5 নয় বরং গুরুজনকে সম্মান জানানো, ধর্মীয় অনুশাসন চর্চা, বাঙালী জাতীয়তা বোধ বুকে ধারণ করে, দরিদ্র ও বেদনার্ত মানুষের প্রতি কর্তব্য পালন এবং গভীর দেশপ্রেম বুকে ধারন করে নির্মল মানুষ হিসেবে শিক্ষার্থীর বিকাশ আমাদের প্রত্যাশা। অপার সম্ভবনা বুকে ধারণ করে শিক্ষা বর্ষের শুরু থেকেই শিক্ষার্থীদের পড়াশুনা যথাযথ মনস্তাত্বিক বিকাশের প্রতি যত্নবান হওয়ার জন্য আহবান জানাচ্ছি। শিক্ষার সাধনা একাডেমিক সাফল্য বয়ে আনে আর শৃংখলা ও নিয়মানুবর্তিতা সমগ্র জীবনকে সাফল্যময় করে এবং জীবন হয় অর্থপূর্ণ। তাই আমাদের প্রতিষ্ঠান নিয়মানুবর্তিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সুপ্রিয় অভিভাবক গন অবগত আছেন নির্মল পরিবেশে ছাত্র/ছাত্রীর সিলেবাসের বাহ্যিক অংশ হিসেবে আলাদা পরীক্ষা গ্রহন, ক্রীড়া ও সাহিত্য See Full Site
03/03/2016
College, Education