
09
Jul
ডিজিটাল এ্যাটেনডেন্স ম্যানেজম্যান্ট সিস্টেম-ভেড়ামারা মহিলা কলেজ
in Events
Comments
ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের অংশীদার হিসেবে কূষ্টিয়া জেলার স্বনামধন্য ও সুনামধন্য “ভেড়ামারা মহিলা কলেজ” আজ “জাগরণ বাংলাদেশ আইটি”( JBD IT) এর হাতে হাত রেখে ডিজিটাল এ্যাটেন্ডেন্স ম্যানেজম্যান্ট সিস্টেম চালু করেন। মাননীয় জেলা প্রশাসক, কুষ্টিয়া এবং মাননীয় অধ্যক্ষ, ভেড়ামারা মহিলা কলেজ মহোদয় উক্ত অনুষ্ঠান উদবোধন করেন।
উক্ত অনুষ্ঠানে ডিজিটাল এ্যাটেন্ডেন্স ম্যানেজম্যান্ট সিস্টেম হস্তান্তর করেন জাগরণ বাংলাদেশ আইটির পরিচালক বিক্রম রাজ । প্রধান অতিথি মো: জহির রায়হান কার্ড প্যান্চের মাধ্যমে ডিজিটাল এ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করেন।
এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেন কলেজ কর্তৃপক্ষ। ডিজিটাল এ্যাটেন্ডেন্স কার্ড বিতরণে JBD IT এর ওয়েব ডিজাইনার নয়ন কুমার এবং গ্রাফিক্স ডিজাইনার অনিমেশ কুমার উপস্থিত ছিলেন ।